চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ‘বিএসএফের গুলিতে’ বাংলাদেশি নিহত

341

ঢাকা সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের কাছে ধানক্ষেতে এক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। আজ শনিবার সকালে স্থানীয়রা ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে।

নিহত যুবকের নাম বিশু (২১)। তিনি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া চটকপাড়া গ্রামের তৈমুর রহমানের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের শোভাপুর ক্যাম্পের জোয়ানদের গুলিতে ভোররাতে গুলিবিদ্ধ হয়ে পালিয়ে আসার সময় বাংলাদেশের ভুখণ্ডে মারা গেছেন বিশু। বিশুসহ বেশ কয়েকজন গতকাল রাতে ভারতে গরু আনতে গিয়েছিলেন।

এ বিষয়ে ৫৩ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক কর্নেল সাজ্জাদ সরোয়ার বলেন, ‘সীমান্ত থেকে দুই কিলোমিটার দূরে ধানক্ষেতে লাশ পড়ে থাকার কথা আমরাও শুনেছি। পরে বিএসএফের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তাঁরা সীমান্তে গোলাগুলির কথা অস্বীকার করেছেন।’

এদিকে পুলিশের একটি দল লাশ উদ্ধার করেছে। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মুকুল চন্দ্র জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি।