বেতার বাংলা শ্রোতা ফোরামের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

1270

ওয়ানবাংলানিউজ: বিলেতের একমাত্র ২৪ ঘন্টার বাংলা রেডিও বেতার বাংলার অগনিত শ্রোতাদের নিয়ে গঠিত বেতার বাংলা শ্রোতা ফোরামের নব নির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে গত ১৩ নভেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্লমুন মিডিয়া সেন্টারে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে নতুন কমিটির সদস্য ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি কাজী বাবর উদ্দিন আহমদ এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক কবীর আহমদ এর পরিচালনায় নব নির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি পর্বশেষে অতিথিদের নিয়ে বিশাল কেক কাটা হয় এবং পরে শ্রোতা ফোরামের সদস্যদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। অনুষ্ঠানে শুরুতে নাশিদ পরিবেশন করেন ফোরামের ধর্ম সম্পাদক আব্দুল সালাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কাউন্সিলার আয়শা চৌধুরী, কাউন্সিলার ফয়জুর রহমান, বেতার বাংলার পরিচালনক মোস্তাক আলী বাবুল, শ্রোতা ফোরামের উপদেস্টা আব্দুল আহাদ চৌধুরী, সাবেক সভাপতি আব্দুল হালিম চৌধুরী, মুহিবুর রহমান চৌধুরী, আবিদ হোসেন অপু, সদ্য বিদায়ী সভাপতি মোহাম্মদ আবুল কালাম, পিসিও ক্লেইমের সাদেক আহমদ, একাউন্টটেন্ট মাহমুদ মুরশেদ, হ্যামলেট ট্রেনিং সেন্টারের জামাল আহমদ, জালালাবাদ প্রবাসী কল্যান পরিষদের সভাপতি আশিকুর রহমান, শ্রোতা ফোরামের উপদেস্টা জয়নাল আহমদ খান, মানিকুর রহমান গনি, শেখ সামছুল আলম পারভেজ, মুজিবুল হক মনি, সংগঠনের সহ সভাপতি ময়না মিয়া, মোস্তাক আহমদ, সহুল মুমিন, যুগ্ম সম্পাদক কবি শাহ সামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন খান, ট্রেজারার আবুল হোসেন, মহিলা সম্পাদিকা রুবি হক, সাংস্কৃতিক সম্পাদক নার্গিস রাহাত, সাহিত্য সম্পাদক এম মোশাহিদ খান, ধর্ম সম্পাদক আব্দুল সালাম, নির্বাহী সদস্য নজরুল ইসলাম অকিব, ফখরুল হক লুকু, আব্দুল হেলাল চৌধুরী সেলিম।
অনুষ্ঠানে বেতার বাংলার এডমিন ম্যানেজার মিনহাজ খানকে সার্বিক সহায়তার জন্য বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন খান ও সাংস্কৃতিক সম্পাদিকা নার্গিস রাহাতের পরিচালনায় মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন ময়না মিয়া, মো: আবুল কালাম, আব্দুস সত্তার ইমন, কাজল সরকার, তিথি, নূর জাহান শিল্পী, সাজেদা কামাল শেফালী, নৃত্য পরিবেশন করেন রত্মা খান।
কবিতা পাঠ করেন মুহিবুর রহমান চৌধুরী, আবুল হাসনাত সোনা বন্ধু, কবি শেখ শামসুল ইসলাম, কবিতা জালাল।
উল্লেখ্য ২০১১ সালের ১১ই নভেম্বর বেতার বাংলা শ্রোতা ফোরাম গঠনের পর সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবারই প্রথমবারের মত গত ৩০ অক্টোবর সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে নতুন সভাপতি নির্বাচিত হন কাজী বাবর উদ্দিন আহমদ। বিনাপ্রতিদ্বন্ধিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন কবীর আহমদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন খান, ট্রেজারার আবুল হোসেন।
নব নির্বাচিত ৫১ সদস্য বিশিস্ট্য কমিটির সদস্যরা হচ্ছেন : সভাপতি কাজী বাবর উদ্দিন আহমদ, সহ সভাপতি মোহাম্মদ আবুল কালাম, আবু তারেক চৌধুরী সাজু, ময়না মিয়া, মোস্তাক আহমদ, সুহেল মুনিম, সাধারণ সম্পাদক কবীর আহমদ, যুগ্ম সম্পাদক আবুল ফয়েজ, আব্দুস সাত্তার ইমন, কবি শেখ সামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন খান, সহ সাংগঠনিক সম্পাদক মেক লাভলু, ট্রেজারার আবুল হোসেন, সহ ট্রেজারার সামছুল ইসলাম, প্রচার সম্পাদক রুহুল ইসলাম, মহিলা সম্পাদিকা রুবি হক, সাংস্কৃতিক সম্পাদক নার্গিস আমিনা, সহ সাংস্কৃতিক সম্পাদক মুনমুন সিরাজ লিজা, সাহিত্য সম্পাদক এম মশাহিদ খান, সহ সাহিত্য সম্পাদক আব্দুল হালিম, ধর্ম সম্পাদক আব্দুল সালাম, সহ ধর্ম সম্পাদক রেজাউল করিম মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ কে এম আব্দুল্লাহ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ফখরুল ইসলাম, মেম্বারসীপ সেক্রেটারী আজমান রাজা চৌধুরী, দপ্তর সম্পাদক আংগুর মিয়া, ফান্ড রাইজিং সেক্রেটারী আব্দুল হান্নান, ওয়েলফেয়ার সেক্রেটারী আনিতা ইয়াসমিন রুজি, এডুকেশন সেক্রেটারী রুকশানা পারভিন জোসনা, হিউম্যান রাইট সেক্রেটারী বন্যা আহমদ, লিগেল লো সেক্রেটারী কবির আহমদ চৌধুরী, স্পোর্টস সেক্রেটারী এ কে এম হুমায়ুন কবির রুমি, সহ স্পোর্ট সেক্রেটারী শুয়াইব মোহাম্মদ।
ইসি মেম্বার আব্দুল হালিম চৌধুরী, মুহিবুর রহমান চৌধুরী, মোহাম্মদ আবুল কালাম, আবিদ হোসেন অপু, আবুল হাসনাত (সুনা বন্ধু), মিনহাজুর রহমান, হেলাল আহমদ, ফখরুল হক লুকু, আতাউর রহমান আতা, পারভেজ আহমদ, নজরুল ইসলাম অকিব, রশিদ চৌধুরী, আব্দুল হেলাল চৌধুরী সেলিম, জামাল আহমদ, আলমগীর হোসেন আবিদ, বেলাল উদ্দিন।
উপদেষ্টা কমিটির সদস্যরা হচ্ছেন নাজিম চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী, মোস্তাক আলী বাবুল, হোসনে আরা মতিন, মুজিবুল হক মনি, মুসলেহ উদ্দিন আহমদ, মাহবুব মোরশেদ, সাদেক আহমদ, জয়নাল আহমদ খান, শেখ সামছুল আলম পারভেজ, মানিকুর রহমান গনি।